বরিশালে আট দলের মহাসমাবেশে লাখো মানুষের উপস্থিতি
বেলস পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তাদের আহ্বান— ন্যায়ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার দাবি
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আট দলের উদ্যোগে অনুষ্ঠিত মহাসমাবেশে লাখো জনতার ঢল নামে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। বক্তারা দেশের ন্যায়ভিত্তিক সুশাসন, সততা ও জবাবদিহিতামূলক প্রশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।
সমাবেশে বিভিন্ন বক্তা বলেন, জনগণ ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এজন্য সমাজে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি রোধ ও সামাজিক ন্যায়ের কাঠামো গঠনে রাজনৈতিক নেতৃত্বকে জনগণের প্রত্যাশা পূরণের দিকে মনোযোগী হতে হবে।
সমাবেশে বরিশাল ও আশপাশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। উপস্থিত নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।