**কালীগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা**
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোহরাওয়ার্দী ময়দানে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং “গরিবের ডাক্তার” হিসেবে এলাকায় সুপরিচিত ডা. মোহাম্মদ শহীদুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারিকুল হাসান, জর্জ কোর্টের পিপি মোহাম্মদ আব্দুস সালাম, আসিফুর রহমান তুহিন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।” তারা আরও বলেন, “জনগণের ভালোবাসা ও দেশবাসীর দোয়ার বরকতে খুব শিগগিরই খালেদা জিয়া সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন বলে আমরা আশাবাদী।”
পরে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনের ঐক্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।