আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ কালিগঞ্জে নানা আয়োজনে পালিত
ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ছিল নানা আয়োজনের বর্ণিল ছোঁয়া।
দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সকাল ১০টায় উপজেলা সংলগ্ন মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে। উদ্বোধনের পর সকাল ১০টা ৩০ মিনিটে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সততা সংঘের শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পরে সকাল ১১টা থেকে উপজেলা ক্যাম্পাস এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন, নাগরিক সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা এবং সম্মিলিত উদ্যোগে দুর্নীতি প্রতিরোধের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যই পারে আগামীর শুদ্ধ সমাজ গড়তে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি।
দিবসকে ঘিরে উপজেলার বিভিন্ন দৃশ্যমান স্থানে দুর্নীতি বিরোধী বাণীসম্বলিত ব্যানার, ড্রপডাউন, পোস্টার এবং প্রচারসামগ্রী প্রদর্শন করা হয়। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে কালিগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি গার্ল গাইডস, স্কাউটস, বিএসসিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এনজিও প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
র্যালি ও মানববন্ধন শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব। তিনি বলেন,
আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। আমি নিজে দুর্নীতি করব না এবং অন্যকে দুর্নীতি করতে উৎসাহ দেব না—এই অঙ্গীকারই হতে পারে দুর্নীতি দমনে সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. জুয়েল, প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, বিআরডিবি সভাপতি শেখ লুৎফর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও জলবায়ু পরিবর্তন কর্মী মারুফ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, থানা মসজিদের খতিব ও ইমাম মাওলানা আশরাফ ইসলাম আজিজি, প্রধান শিক্ষক মো. আল আমিন প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচি শেষে সব কার্যক্রমের প্রতিবেদন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (দুদক)-এর নিকট প্রেরণ করা হয়। আয়োজকরা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।