মোরেলগঞ্জে মাদ্রাসা সুপার ও অফিস সহকারীর বিরুদ্ধে মানববন্ধন
প্রতিনিধি:
/ ২৯০
দেখেছেন:
পাবলিশ:
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে খনির খন্ড সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ ও অফিস সহকারীর শাহ আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ বহুমুখী অভিযোগের তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক এলাকাবাসী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খনির খন্ড সিদ্দিকী সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার অভিভাবক, মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকারসহস্রাধিক নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা দুর্নীতিগ্রস্ত সুপার ও অফিস সহকারীর অপসারণসহ মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।