• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮
সর্বশেষ :
কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ড্রেসিংরুমে সাকিবকে পাওয়া দারুণ ব্যাপার: নিক পোথাস

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট গত বছরের এপ্রিলে। সাদা বলে গত নভেম্বরে। তারপর থেকেই সাকিব আল হাসান মাঠের বাইরে। ছেড়ে দিয়েছেন অধিনায়কত্বও। চোট কাটিয়ে ফিরেছিলেন বিপিএলে। তবে জাতীয় দলের হয়ে ফেরার অপেক্ষাটা হচ্ছিল লম্বা। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন সিলেট টেস্টে হেরে যায়, তারপরই দ্বিতীয় টেস্টে খেলার আগ্রহ প্রকাশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাকে দলেও ফেরানো হয়। প্রায় এক বছর পর সাকিবের টেস্ট ক্রিকেটে ফেরা স্বাভাবিকভাবেই দলকে উজ্জীবিত করছে। চট্টগ্রাম টেস্ট–পূর্ব সংবাদ সম্মেলনে কোচ নিক পোথাসে কণ্ঠেও সে রকমই সুর শোনা গেল। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে তিনি বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’ ফর্মহীন এক বিশ্বকাপ কাটিয়েছেন সাকিব। প্রতিটি ম্যাচেই যেন ব্যাট হাতে বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন তিনি। পরে জানা গেছে চোখের সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। যা দেখা গেছে বিপিএলেও। তাই নিয়েছিলেন বিশ্রাম। লম্বা সময় পর দলে ফেরা সাকিবকে তাই পুরোপুরি সুস্থ মনে হচ্ছে পোথাসের। বলেছেন, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’ লম্বা বিরতির পর সাকিবের টেস্টের ব্যাটিংটা কেমন হতে পারে, সে প্রশ্নের উত্তরে পোথাস বলেছেন, ‘সে যে রকমের পেশাদার ক্রিকেটার, সে জানে, সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সে জন্যই সে বিশ্বমানের।’ সাকিবের ফেরায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের সমন্বয় পাল্টে যাবে। সে ক্ষেত্রে দল কয়জন বোলার নিয়ে খেলবে, সে প্রশ্ন এসেছে। পোথাস অবশ্য এ নিয়ে সরাসরি কিছু বলেননি। জানলেন সিদ্ধান্ত হবে সকালে, ‘আমরা আগামীকাল  সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের ক্রিকেটার।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com