হোসেনপুর থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত
হোসেনপুর থানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ওপেন হাউজ- ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি)
বিকেলে থানার সম্মেলন কক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, ওসি তদন্ত লিমন বোস, উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম,হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রফিকুল ইসলাম, শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল,সাহেদল ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খুরশিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক মেয়র, এস এম মাহবুবুর রহমান, সাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, জামায়াতে ইসলামী উপজেলা আমীর আমিনুল ইসলাম, পৌর জামায়াত আমীর আজহারুল ইসলাম বুলবুল, জুলাই যোদ্ধা রাকিব মিয়া, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আবু নাইম, পৌর ছাত্রদলের সভাপতি, রাজিব মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা মুফতি কারিমুল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি আশিকুর রহমান, পুজা উদযাপন কমিটির সভাপতি অমল চন্দ্র দে জগাই, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি, গুজব প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব বদ্ধপরিকর বলে নিশ্চিত করেন।
ছবি সংযুক্ত : হোসেনপুরে ওপেন হাউজ- ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড.এস.এম ফরহাদ হোসেন।