1. admin@newscover24.com : admin :
January 15, 2026, 5:52 am
শিরোনামঃ
ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে ২০ হাজার টাকার বেতনে চাকরি করা নিজাম এখন কোটিপতি হোসেনপুর থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি কিশোরগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনা দোয়া মাহফিল কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত আন্তঃজেলা গরু চো/র চক্র আ/ট/ক করেছে ত্রিশাল থানা পুলিশ : পিকআপসহ গ্রে/প্তর ৬, উ/দ্ধা/র গরু

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়কের দায়িত্ব পেলেন কিশোরগঞ্জের সন্তান মনন

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : বুধবার, জানুয়ারি ৭, ২০২৬,

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়কের দায়িত্ব পেলেন কিশোরগঞ্জের সন্তান মনন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের জন্য ২১ সদস্যের একটি আইনী সহায়তা টিম গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এই আইনী সহায়তা টিমের আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আশরাফ জালাল খান মননকে।
এডভোকেট আশরাফ জালাল খান মনন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। তার পিতা এডভোকেট আরফান উদ্দিন খান একজন সুপরিচিত আইনজীবী ও রাজনীতিবীদ।
এডভোকেট আশরাফ জালাল খান মননের পূর্বসূরীরা বনগ্রাম ইউনিয়নে প্রায় ৯৫ বছর ধরে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে খান পরিবারের সম্মান ও মর্যাদা উর্ধে তুলে রেখেছেন।
ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে এডভোকেট আশরাফ জালাল খান মনন সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণে ফ্যাসিস্ট সরকারের হাতে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং অসংখ্য গায়েবি ও মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন। এসব মামলায় তিনি অন্যায়-অবিচারের শিকার হলেও অটল থেকেছেন গণতান্ত্রিক আন্দোলনে।
তিনি বহুবার পুলিশের দমন-পীড়নের শিকার হয়েছেন। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনে রাজপথে তাঁর উপস্থিতি সবসময় ছিল চোখে পড়ার মতো। তিনি আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে নিজেকে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জুলাই ২৪ এর আন্দোলনে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নির্দেশক্রমে ঢাকার বিভিন্ন স্থানে উপস্থিত থেকে আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে ডাক পান কেন্দ্রে। দল ও নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল থেকে মনোনয়নবঞ্চিত হওয়ার পরও দলীয় প্রার্থীর পক্ষে এলাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।
এবার দলের শীর্ষ নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে ভূমিকা রাখার সুযোগ পেলেন এডভোকেট আশরাফ জালাল খান মনন। তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর জন্য গঠিত আইনী সহায়তা টিমের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নতুন প্রজন্মের এই যুবনেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT