কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শীতের তীব্রতা উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ মাঠে ভিড় জমান।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৪টি ঘোড়া অংশ নেয়। তিনটি বিভাগে অনুষ্ঠিত দৌড়ে বিজয়ীদের মাঝে রেফ্রিজারেটর, খাসি ও এলইডি টিভিসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।