কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর ধলিয়ার চর গ্রামের জনচলাচলের রাস্তা বন্ধের ঘটনায় Newscover24–এ সংবাদ প্রকাশের পর অবশেষে ওই রাস্তা খুলে দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের সরাসরি হস্তক্ষেপে রাস্তায় দেওয়া বাঁশের বেড়া ও গাছের চারা অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে প্রায় ১০০ বছরের পুরোনো গুনি প্রফেসারের বাড়ি থেকে গাবতলী বাজার পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তায় গাছের চারা রোপণ ও বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে অন্তত ২৫ হাজার মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আসে। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য তোতা মিয়া ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে রাস্তা অবিলম্বে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান জানান, “রাস্তাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন। জনস্বার্থের কথা বিবেচনা করে কোনোভাবেই রাস্তা বন্ধ রাখা যাবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের উদ্যোগ নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা বলেন, সংবাদমাধ্যমের ভূমিকা ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপের কারণেই তারা আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন। তারা Newscover24–কে ধন্যবাদ জানান।
এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের স্থায়ী নজরদারি প্রয়োজন।