1. admin@newscover24.com : admin :
January 15, 2026, 7:53 am
শিরোনামঃ
ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে ২০ হাজার টাকার বেতনে চাকরি করা নিজাম এখন কোটিপতি হোসেনপুর থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি কিশোরগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনা দোয়া মাহফিল কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত আন্তঃজেলা গরু চো/র চক্র আ/ট/ক করেছে ত্রিশাল থানা পুলিশ : পিকআপসহ গ্রে/প্তর ৬, উ/দ্ধা/র গরু

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী বদল, রেলপথ অবরোধ

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,

 

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইকবাল সমর্থকরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখনো চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভকারীরা সরারচর রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন।

এতে করে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শেখ মজিবুর রহমান ইকবালকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

জানা গেছে, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এরপর আজ বুধবার সকালে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে দীর্ঘদিনের বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে দলের মনোনয়ন দেওয়া হয়।

এ সিদ্ধান্তকে ‘হঠাৎ ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ইকবাল সমর্থকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসা নেতাকে উপেক্ষা করে নতুন যোগ দেওয়া একজন নেতাকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

বিক্ষোভের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT