‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। এডিস প্রজাতির মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে, তাই বাসাবাড়ি, ছাদ, বাগান ও উঠোনে জমে থাকা পানি তিন দিনের বেশি রাখা যাবে না। তারা দিনের বেলায় এডিস মশার কামড় বেশি হওয়ায় দিনেও মশারি ব্যবহারসহ ব্যক্তিগত সতর্কতা জোরদার করার আহ্বান জানান।
এছাড়া জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। বক্তারা সতর্ক করে বলেন, জ্বর সাময়িকভাবে কমে গেলেও ডেঙ্গুর জটিলতা দেখা দিতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া হাসপাতাল ত্যাগ করা উচিত নয়।
অনুষ্ঠানে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী জানান, পুরো মাসজুড়ে শহরের বিভিন্ন এলাকায় ফগিং, লার্ভিসাইড স্প্রে, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলবে।
এ সময় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।