• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯
সর্বশেষ :
নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

মাবিয়া করে দেখালেন

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: বাগেরহাটে দারুণ পারফরম্যান্স করে দেখিয়েছেন এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে যে রেকর্ড গড়েছিলেন, সেটাকে ছাড়িয়ে গেছেন বাগেরহাটের জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে মাবিয়া স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে ১০২ কেজি। নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ষষ্ঠ হয়েছিলেন তিনি। বাগেরহাটে জাতীয় ভারোত্তোলনে বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া এবার খেলেছেন ৭১ কেজি ওজন শ্রেণিতে। প্রথমে স্ন্যাচে তোলেন ৮২ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০৮ কেজি। সব মিলিয়ে ১৯০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন মাবিয়া। রেকর্ড গড়ে উচ্ছ¡সিত মাবিয়া বলেছেন, ‘বাতিলের খাতায় ছিলাম এতদিন। একা ট্রেনিং করে এমন পারফরম্যান্স হয়েছে। যা আমার ক্যারিয়ার সেরা। বাংলাদেশের কোনও মেয়ে তা পারেনি। আমি পেরেছি। সামনে কোনও গেমস আছে কিনা জানি না। কোনও এন্ট্রি দেখিনি। শুধু নিজের সেরাটা করার জন্যই এখানে খেলেছি।’ গত কয়েক বছর ধরে নিজের ওজন শ্রেণিতে সেরা মাবিয়া। নতুন মুখ উঠে না আসার ব্যাখ্যায় তিনি বলেছেন , ‘আমার বাবা, মা ও সবার দোয়ায় বলতে পারেন। আমি যেভাবে মন দিয়ে খেলি, সেটা হয়তো অনেকে খেলে না। তবে আশা করছি সামনের দিকে নতুন মুখ উঠে আসবে। আমি অনেক দিন খেলতে চাই।’ এই মুহূর্তে ২০০ কেজির ওপরে ওজন তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি,’ইনশাল্লাহ চেষ্টায় আছি। বাংলাদেশের সর্বোচ্চ আরও ওজন তোলা ভারোত্তোলক হবো। সেই লক্ষ্যে আছি। যে রেকর্ড গড়ে যেতে চাই, তা যেন দেশে কেউ ভাঙতে না পারে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com