খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের নেত্রী: মনিরুল হাসান বাপ্পী
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনার পাইকগাছায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে পৌরসভা চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পাত্র।’
বাপ্পী অভিযোগ করে বলেন, ‘সরকারের অন্যায় আচরণ ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে।’
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কয়রা-পাইকগাছাবাসীর সেবক হতে চাই। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।’
পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, মাদ্রাসা শিক্ষার্থী ও মুসল্লিরা অংশ নেন।