বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ছয় লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার:
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান চলাকালে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে টহলদল তল্লাশি চালায়। এ সময় ভারতীয় উৎপত্তির শাড়ি, কম্বল, শাল–চাদর, চকলেট, খাদ্যদ্রব্য ও কসমেটিক্সসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আটক মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।