কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন বিএনপি নেতার যোগদান
ফজলুল হক, (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন এবং এক বিএনপি নেতার জামায়াতে আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে এলাকায় নতুন রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে।
গত শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে নবনির্মিত অফিস উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মোঃ আফসার উদ্দীন জানান, জামায়াতে ইসলামীর কর্মসূচি ও কার্যক্রম তার কাছে ইতিবাচক মনে হওয়ায় তিনি দলটিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়নের সাবেক আমীর মাওলানা নুরুজ্জামান হাবিবী, ইউনিয়ন আমীর মাষ্টার মুহাঃ ইব্রাহীম বাহারী, ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক জামাল ফারুক, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল ফারুক মন্টু, ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আযাদী, জামায়াত নেতা মাওলানা মাহবুবুর রহমান, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ ফারুক হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ নূর ইসলাম পাড়, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মাষ্টার আবু হাসান, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ মুজিবর রহমান, ইউনিয়ন মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মোঃ অহিদুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওঃ মোস্তফা হাবিবুর রহমান, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সেক্রেটারি মাষ্টার হাবিবুর রহমান, ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন, জামায়াত নেতা রেজাউল করিম, ৮ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
উদ্বোধন ও যোগদান অনুষ্ঠানে নেতারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী এবং জনমুখী করার আহ্বান জানান।