প্রকৃত প্রতিবন্ধীদের ভাতা ৯০০ থেকে ৯ হাজার টাকা করার দাবি,কালিগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পালন করা হলো ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে বুধবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সুবর্ণ নাগরিক, উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ এর
সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম খান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু,কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,অন্যান্য অতিথি সমাজসেবক আব্দুর রব,সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা,এমজেএফ নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম,যুবকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক মারুফ হাসান,সমতা সংস্থার নির্বাহী পরিচালক রুবিনা খাতুন,প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন
প্রমুখ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম খান বলেন,প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের অধিকার, সুযোগ ও সমাজে অংশগ্রহণ নিশ্চিত করা সবার দায়িত্ব।তিনি আরো বলেন কালিগঞ্জে এসে দেখি, অনেকেই সামান্য শারীরিক সমস্যা নিয়ে প্রতিবন্ধী সনদ নেওয়ার চেষ্টা করছেন। কেউ হার্টের রোগী, কারো হাতে অতিরিক্ত আঙুল,এসব কারণে প্রতিবন্ধী সনদ নেওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রকৃত প্রতিবন্ধীদের সুবিধা বঞ্চিত করা হলে তা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য ক্ষতিকর। প্রতিবন্ধী ভাতা প্রসঙ্গে তিনি বলেন,বর্তমানে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাসে ৯০০ টাকা ভাতা প্রদান করেন। তবে আমি চাই—প্রকৃত প্রতিবন্ধীদের ভাতা ৯০০ টাকার পরিবর্তে ৯ হাজার টাকা করা হোক। এজন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেব। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।