দেশের সংকটময় সময়ে খালেদা জিয়ার নেতৃত্ব আরও পাঁচ বছর প্রয়োজন: মৌতলায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দিন
ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। তিনি বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন। বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত জরুরি।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদরাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ আতিকুর রহমান। এর আগে স্থানীয় বিশিষ্ট আলেমদের মূল্যবান আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আবদুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হানসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক সংগ্রামী ও গুরুত্বপূর্ণ নাম। তার সুস্থতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য অত্যন্ত কাম্য। এ সময় তারা দেশবাসীকে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান।
আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।