• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬
সর্বশেষ :
নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

গায়ে আগুন দেওয়া কে এই ব্যক্তি ইসরায়েলি দূতাবাসের সামনে ?

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছে মার্কিন জরুরি পরিষেবা। স্থানীয় সময় রোববার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাটি যিনি ঘটিয়েছেন তিনি বিমানবাহিনীর একজন সদস্য বলে জানা গেছে। মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র রোজ এম রিলি একটি ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন, ‘আজকের এ ঘটনার সঙ্গে একজন দায়িত্বরত মার্কিন বিমানবাহিনীর সদস্য জড়িত ছিলেন।’ তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, আত্মহুতির চেষ্টা করা সামরিক বাহিনীর পোশাক পরা এই সেনা ইন্টারনেটে সরাসরি স¤প্রচার করা একটি ভিডিওতে বলেছেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না।’ এরপর তিনি নিজ শরীরে আগুন ধরিয়ে দেন। এরপর চিৎকার করে বলতে থাকেন, ‘ফিলিস্তিন মুক্ত হোক।’ সিবিএস নিউজে বলা হয়েছে, ‘ভিডিওতে লোকটি নিজেকে মার্কিন বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু তাঁকে শনাক্ত করা যায়নি। মার্কিন সিক্রেট সার্ভিসও ওই ব্যক্তিকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি।’ ঘটনাটি সামরিক নির্দেশনাবিরোধী কর্মকাÐ বলে ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে। কারণ প্রতিরক্ষা বিভাগের নীতিতে বলা হয়েছে, ‘পরিষেবা সদস্যদের পক্ষপাতমূলক রাজনৈতিক কার্যকলাপে জড়িত হওয়া উচিত নয়।’ ইউনিফর্ম পরা অবস্থায়ও এ ধরনের কর্মকাÐ করা যাবে না। এক বিবৃতিতে মার্কিন পুলিশ জানিয়েছে, ইন্টারন্যাশনাল ড্রাইভের এনডাবিøউয়ের ৩৫০০ নম্বর বøকে স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রæয়ারি) আনুমানিক দুপুর ১টায় ঘটনাটি ঘটে। বøকের একটি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। এরপর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বিবৃতিতে আরো যোগ করা হয়, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে (পুরুষ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। স্থানীয় দমকল বিভাগও নিশ্চিত করেছে, ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলেন। এরপর গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দূতাবাসের একজন মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ব্যক্তিকে দূতাবাসের কর্মীরা চিনতেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি ক‚টনৈতিক মিশনের সামনে কেউ আত্মহননের ঘটনা এই প্রথম নয়। গত ডিসেম্বরেও মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে এক বিক্ষোভকারী নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থল থেকে পরে একটি ফিলিস্তিনি পতাকা উদ্ধার করা হয়।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com