সাতক্ষীরা-৩ আসনে রবিউল বাশারের গণসংযোগে উৎসবের আমেজ
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি সম্পন্ন হয়।
সকাল ১১টায় হলদিপোতায় মহিলাদের বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক। সমাবেশে শত শত নারীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিকাল ৩টায় কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। শোভাযাত্রাটি হলদিপোতা, খেজুরডাঙ্গা, গাবতলা, কাটাখালী, বৈরমপুর, তেঁতুলিয়া বাজার, টেকারামচন্দ্রপুর, বলাবুনিয়া, শাহনগরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যদুয়ারডাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। শোডাউন চলাকালে পথচারী নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, হিন্দু-মুসলিমসহ নানা শ্রেণি-পেশার মানুষ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে হাত নেড়ে অভিবাদন জানান। পুরো এলাকায় স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে সন্ধ্যা ৪টায় যদুয়ারডাঙ্গা বাজারে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী হায়দার ও সহ-সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
পথসভায় আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন, প্রভাষক দীপ্র কুমার মণ্ডল, মো. রবিউল ইসলামসহ অন্যরা। 