• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪
সর্বশেষ :
নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

কেজরিওয়াল জয়ী

প্রতিনিধি: / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: প্রত্যাশা মতোই বিধানসভায় আস্থাভোটে জয়ী হলেন অরবিন্দ কেজরিওয়াল। ভারতের দিল্লির আম আদমি পার্টির (আপ) সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষে শনিবার ভোট দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ধ্বনিভোটে কেজরিকে সমর্থন করেছেন ৫৪ জন। আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, কেজরিওয়াল ভোট পর্বের পর বলেছেন, ‘আমাদের দলের ৬২ জন বিধায়কের মধ্যে দুইজন জেলে রয়েছেন (মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন)। অন্যদের মধ্যে কেউ অসুস্থ, কেউ বাইরে রয়েছেন। যাঁরা বিধানসভায় হাজির ছিলেন, তাঁরা সবাই আস্থাভোটের সমর্থনে ভোট দিয়েছেন।’ আস্থাভোটে জয়ের পরে কেজরি ঘোষণা করেন, ‘বিজেপি দেশের পক্ষে সবচেয়ে বড় বিপদ। এবারের ভোটে ওরা জিতলে ২০২৯ সালে আপ দেশকে বিজেপিমুক্ত করবে।’ প্রতিবেদনে আরো বলা হয়েছে, কেজরি আপ পরিষদীয় দলে ভাঙনের কথা উড়িয়ে দিলেও জল্পনা রয়েছে, কয়েকজন আপ বিধায়কের আস্থাভোটে অনুপস্থিতি নিয়ে প্রশ্নও উঠেছে। ৭০ আসনের দিল্লি বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬ বিধায়কের সমর্থন। বিজেপির রয়েছে মাত্র আটজন বিধায়ক। আপের ৬২। এই পরিস্থিতিতে ২৮ জন আপ বিধায়ককে দলে টানা বিজেপির পক্ষে অসম্ভব বলেই পূর্বাভাস দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সেই ভবিষ্যদ্বাণী মিলেও গেছে। কিন্তু লোকসভা ভোটের আগে প্রশ্ন উঠেছে, পরিষদীয় পাটিগণিতে কেজরির দলের হিসাবে গরমিল নিয়ে। প্রসঙ্গত শুক্রবার আচমকাই আস্থাভোট নেওয়ার কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি জানান, বিজেপি আপ বিধায়কদের একাংশকে কিনে তাঁর সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। অন্তত সাতজন আপ বিধায়কের সঙ্গে যোগাযোগ করে বিজেপির পক্ষ থেকে ২৫ কোটি রুপি করে ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও শনিবার নিজেই পরিষদীয় দলের ভাঙনের অভিযোগ খারিজ করেছেন তিনি।

 

 

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com