• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২
সর্বশেষ :
নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

দেবহাটার ইছামতি নদীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হলো বিজয়া দশমী

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

হিন্দু ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বৃহষ্পতিবার ছিল বিসর্জনের দিন। সেই উপলক্ষ্যে দেবহাটার ইছামতি নদীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হলো বিজয়া দশমী। তবে এবছরও হয়নি কোন মিলনমেলা। ২০১৩ সালের পর থেকে এই মিলনমেলা বন্ধ রয়েছে৷ এসময় বিজিবিকে কঠোর নিরাপত্তার জন্য স্প্রীড বোর্ডে নদীতে টহল দিতে দেখা গেছে।

 

কয়েকজন জানান, দেশ বিভাগের অনেক আগে থেকেই বিজয়া দশমীতে উভয় পারের মানুষেরা আয়োজন করে আসছিল এই মিলনমেলার। দেশ বিভাগের পরেও বাধা হয়ে দাড়ায়নি ইছামতি নদীর এই জলসীমা রেখা। বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতা সত্ত্বেও বন্ধ হয়নি মিলনমেলা।

 

প্রতিবছর শুধুমাত্র উভয় পারের মানুষ নয় বরং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মানুষ এই এলাকায় হাজির হতো শুধুমাত্র ভেদাভেদ ভুলে দিনটিতে আনন্দ উপভোগ করার মানষে। এই দিনে উভয় পারে বসতো বিভিন্ন ধরনের রকমারী দোকান। উভয় দেশের মানুষ আত্মীয় স্বজনদের সাথে দেখা করে কিছুটা শান্তি নিয়ে ফিরে যেতো আপন আপন ঠিকানায়। কিন্তু বিগত বছরের মতো ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যার কারনে নদীতে কোন নৌকা দেখা যায়নি। ইছামতি নদীতে ছিল বিজিবি ও বিএসএফের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারী।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর ছিল। সরেজমিনে দেখা গেছে, ভারতের পাশে টাকী আর বাংলাদেশের পাশে দেবহাটার মাঝ বরাবর বয়ে গেছে ইছামতি নদী। এই সীমান্ত নদীর ৫ থেকে ৬ কিঃমিঃ এলাকায় সীমান্ত ঘেষে দাড়িয়েছিল ছিল শতশত মানুষ। গত ২০১৩ সালে এক মর্মান্তিক নৌকা দূর্ঘটনায় ভারতের কলকাতার যাদবপুর ইন্ডিয়ান ইনষ্টিটিউিট অব ক্যামিক্যাল বায়োলজির জুনিয়র রিসার্স ফেলো সুজয় দাশ (২৮) মৃত্যুবরন করেন।

 

এ ঘটনায় সেসময় ভারতের মিডিয়ায় মিলনমেলা সম্পর্কে অনেক নেতিবাচক কথা তুলে ধরে। সেজন্য সব দিক বিশ্লেষন করে গত কয়েক বছর বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে সকল ধরনের বিশৃঙ্খলা ও অপরাধ নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়। যার কারনে এবছর মিলনমেলা সেসময় থেকে বন্ধ রয়েছে। নদীর পাশে দাড়িয়েই মনের আনন্দ মিটাতে হয়েছে সকলকে।

 

দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে টাউনশ্রীপুর নদীর পাশে বানানো সুসজ্জিত মঞ্চে ছিলেন লেঃ কর্নেল শাহরিয়ার আজিজসহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়া সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বিকাল থেকে সীমান্তের বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন প্রত্যক্ষ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com