• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪১
সর্বশেষ :
অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু হোসেনপুরে নবাগত জেলা ডি‌সির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিনিধি / ৬৬৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন এমপির নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড়, উপজেলা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে (৬ জুলাই) রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ৩১দফা রূপরেখার তাৎপর্য তুলে ধরেন।

 

কাজী আলাউদ্দিন এসময়ে বলেন “জনগণের সরকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় তারেক রহমানের এই ৩১দফা রূপরেখা অত্যন্ত যুগোপযোগী। এই রূপরেখা বাস্তবায়নে তৃণমূল পর্যন্ত আমরা জনগণকে সচেতন করছি।”

 

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহীন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, সিনিঃ যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, জাকির হোসেন, সোহাগ, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃরোকনুজ্জামান, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, সদস্য সুব্রত কুমার খা, মুকুল হোসেন, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী, যুগ্ম মুন্সি মশিউর রহমান পলাশ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদরু, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মঈন হোসেন, শহিদুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিঃসহ সভাপতি মনির হোসেন সোহাগ, কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান, উপজেলা তরুন দলের সাংগঠনিক সম্পাদক মেম্বর ফারুক হোসেন প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com