• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯
সর্বশেষ :
কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নাম ব্যবহার করে শ্যামনগরের খোলপেটুয়া নদীর চর দখল চেষ্টা করছে একটি চক্র।

 

সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটখালী পর্যন্ত ৭৫ কিঃমিঃ আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ কাজের প্রয়োজনীয় বালু সংরক্ষণে উক্ত চর দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বালু সরবরাহ কাজের দায়িত্ব পাওয়া সহ-ঠিকাদার ও তার লোকজন এমন অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ স্থানীয়দের।

 

এদিকে বিষয়টি অবহিত হয়ে লন্ডনে অবস্থানরত উক্ত বিএনপি নেতার পক্ষে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর।

 

জানা যায় প্রায় আটশ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত সড়ক পুনঃনির্মানসহ প্রশস্থকরণের উদ্যোগ নেয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর এখন অপেক্ষা কাজ শুরুর।

 

ইতিমধ্যে বালু সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি সুন্দরবন তীরবর্তী খোলপেটুয়া নদীর নওয়াবেঁকী খেয়াঘাট সংলগ্ন এলাকার চরে বালু সংরক্ষনের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা চরের বিশালাকারের একটি জায়গাজুড়ে বাঁশ-বল্লী পুঁতে সেখানে বালুর গাদা স্থাপনের কার্যক্রম শুরু করেছে।

 

বালুর আড়ৎ তৈরির কাজে বাঁধা দেয়ায় ঠিকাদারের প্রতিনিধি বাবলুর রহমান দাবি করেছে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিষ্ঠান কাজটি করছে। বিষয়টি অবিহত হয়ে ২৯ জুন রাতে বিএনপির প্রভাবশালী ঐ নেতার পক্ষে সোলায়মান কবীর শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছে।

 

এবিষয়ে সোলায়মান কবীর জানান অগ্রযাত্রা নামীয় একটি গনমাধ্যমের মাল্টিমিডিয়ায় সম্প্রচারিত সংবাদে বাবলুর রহমান দাবি করেন বিএনপি নেতা অমিতের প্রতিষ্ঠানটি কাজ করছে। উক্ত বিএনপি নেতার নাম পরিচয় ব্যবহার করে মুলত বাবলুর রহমান স্থানীয়দের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন।

 

বিষয়টি জানতে পেরে লন্ডনে অবস্থানরত উক্ত বিএনপি নেতা জানিয়েছে তার কোন ঠিকাদারী প্রতিষ্ঠান নেই। যারা তার নাম-পরিচয় ব্যবহার করে এমন অপরাধ আড়ালের চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন। যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে রোববার রাতে তিনি বাবলুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন।

 

খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের অমিতের বরাত দিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম মনিরুজ্জামান জানান উক্ত বিএনপির নেতার কোন ঠিকাদারী প্রতিষ্ঠান নেই।

 

তিনি বাবলুর রহমান নামের উক্ত সহ-ঠিকাদারকে চিনেনও না। নিতান্ত প্রভাব বিস্তারের কৌশল হিসেবে অমিত ভাইয়ের নাম ব্যবহার করে প্রতারনামুলক অপরাধ করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান বিষয়টি তারা তদন্ত করছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com