• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২০
সর্বশেষ :
অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু হোসেনপুরে নবাগত জেলা ডি‌সির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক এমপি’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান: ইয়াবা-অ স্ত্র সহ ছেলে আ ট ক

সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

সাতক্ষীরায় চাঞ্চল্যকর ঘটনায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

 

রোববার (১৫ জুন) দুপুরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন ওই বাড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনানিবাসের মেজর ইফতেখার আহমেদ।

 

অভিযান শুরুর মুহূর্তেই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমন। তবে যৌথবাহিনীর সদস্যরা তৎপরতার সঙ্গে তাকে আটক করতে সক্ষম হন।

 

সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরা জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র। তার মা রিফাত আমিন আওয়ামী লীগের মহিলা উপকমিটির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভানেত্রী ছিলেন এবং এক সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিফাত আমিনের বাসা থেকে তিন শতাধিক ইয়াবা, একটি রাইফেল, একটি তলোয়ার, বিদেশি মদের বোতল এবং একাধিক খালি বোতল উদ্ধার করা হয়েছে। আটককৃত সাফায়াত সরোয়ার রুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যে এ ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন, রাজনীতির ছত্রছায়ায় থাকা পরিবারগুলোর মধ্যে এমন অনৈতিক কর্মকাণ্ড হতাশাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, আমরা কখনো ভাবিনি, এই বাসায় এ রকম কিছু হতে পারে।

 

এদিকে প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র পরীক্ষা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায়।

 

এই রিপোর্টটি এখন আলোচনার কেন্দ্রে — সাবেক সংসদ সদস্য পরিবারের সঙ্গে মাদক ও অস্ত্রের সংশ্লিষ্টতা নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com