• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫
সর্বশেষ :
কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম

বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: বিআরটিএ

শেখ আমিনুর হোসেন / ১৬১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ জুন, ২০২৫

ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরায় পরিবহন কাউন্টারে মনিটারিং ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার বিতরণ করা হয়েছে।

 

 

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ, মালিক ও শ্রমিক সংগঠনসহ বিআরটিএ’র সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া সকল ঢাকা গামি পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ, ভালো ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রতিটি পরিবহণ কাউন্টারে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানোসহ বিতরণ করা হয়।

 

 

ভিজিলেন্স টিম কর্তৃক রবিবার (০৮ জুন ‘২৫) দুপুরে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিংসহ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানো ও বিতরণ করা হয়।

 

 

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর জানান, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ও নিরাপদ ভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান মোঃ ইয়াছিন এর নির্দেশনা ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এবং সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের পরিচালনায় ভিজিলেন্স টিম কর্তৃক পরিবহন কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা মনিটারিং এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানো ও বিতরণ করা হয়েছে।

 

তিনি আরো বলেন, এ টিমের কার্যক্রম ঈদ পরবর্তী চলমান থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com