• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬
সর্বশেষ :
হঠাৎ ক‌রে রাগ বে‌শি হওয়ার কার‌নে এবার বহুল আ‌লো‌চিত ও‌সি সামীম বদলী কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

শ্যামনগরে ব্ল্যাক মেইলের অভিযোগে কলেজ পড়ুয়া ছাত্র সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে ব্ল্যাক মেলের অভিযোগে এক ছাত্র সংবাদ সম্মেলন করেছেন।২৯ মে (বৃহস্পতিবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন বংশীপুর গ্রামের ডি, এম, আব্দুস সামাদের কলেজ পড়ুয়া পুত্র ডি.এম. আব্দুল্যাহ আল-বাকী সজল।

 

তিনি তার বক্তব্যে বলেন, তিনি সাতক্ষীরা সরকারি কলেজে মাস্টার্স শেষ পর্বে অধ্যয়নরত। গত ইং- ২৯/০৫/২০২৫ তারিখ বিভিন্ন পত্র পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি গোচর হয়েছে যে, আমিরুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন ও তার কন্যা শ্যামনগর প্রেসক্লাবে হাজির হয়ে কাল্পনিক, অবাস্তব গল্প সাজিয়ে তাকে সহ তার পরিবারকে বিপদে ফেলার উদ্দেশ্যে একটি সংবাদ সম্মেলন পেশ করেছে।

 

শ্যামনগরের কাঁচড়াহাটীনন্দীগ্রামের আমিরুল ইসলাম কর্তৃক তার মেয়েকে টাকার পাহাড়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার সঙ্গে রীতিমত ব্লাক মেইল করার উদ্দেশ্যে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ৫৬/২৬ নং ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত ভাবে একটি মামলা রুজু করে। এই মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

 

প্রকৃত পক্ষে আমিরুল ইসলামের কন্যা উৎশৃঙ্খল, সে সহ তার পরিবার তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একের পর এক তাকে সহ তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিপদে ফেলার চেষ্টা অব্যাহত রেখেছে। প্রকৃত পক্ষে সজল সহ তার পরিবার তাদেরকে মামলা উঠিয়ে নেওয়ার ব্যাপারে কোন প্রকার হুমকি ধামকি প্রদান করিনি।

 

সজল কে বিপদে ফেলার উদ্দেশ্যে তার ব্যবহৃত ফোন নম্বর থেকে তার ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন দিয়ে সজলকে বিরক্ত করছে। সজল তাদের মা-মেয়ের মিথ্যা, সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন।

 

বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শ্যামনগরের সচেতন মহল ও শ্যামনগর থানার এস.আই মিজানুর রহমানের কাছে ঘটনার বিস্তারিত শোনাবোঝা করলে সঠিক সত্যতা উদঘাটন করা সম্ভব হবে। তার বিরুদ্ধে মিথ্যা মামলার দায় হতে অব্যহতি পাওয়ার জন্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন সজল ও তার পরিবার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com