• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:২২
সর্বশেষ :
হঠাৎ ক‌রে রাগ বে‌শি হওয়ার কার‌নে এবার বহুল আ‌লো‌চিত ও‌সি সামীম বদলী কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনে ইউএনও অংশগ্রহণ ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

সেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পর্যবেক্ষণের লক্ষ্যে বুধবার ২৮ শে মে সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

 

পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন রোগীর সঙ্গে মতবিনিময় করেন, তাদের চিকিৎসা, চিকিৎসকের সাড়া, ওষুধপ্রাপ্তি ও সার্বিক সেবার বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া তিনি হাসপাতালের খাবারের মান সরেজমিনে পরীক্ষা করেন এবং রোগীদের দেওয়া খাবার যথাযথ ও স্বাস্থ্যসম্মত কিনা, তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

 

ওষুধ বিতরণ ব্যবস্থাও পর্যালোচনা* করেন, যাতে রোগীরা পর্যাপ্ত ও প্রয়োজনীয় ওষুধ সময়মতো পাচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়।

ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারি হাসপাতাল মানেই যেন উপেক্ষিত সেবা এই ধারা আমরা ভাঙতে চাই। জনগণ যেন প্রাপ্য সেবা ঠিকভাবে পায়, সেটাই আমার মূল লক্ষ্য।নতুন এক্সরে মেশিন চালু করা। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের সরাসরি তদারকিকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম।

 

ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, রেহেনা পারভিন,
ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, আশার আলোর প্রতিনিধি আল আমিন প্রমুখ।

 

সভায় জানানো হয়, সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ে বিষদ আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com