• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:২২
সর্বশেষ :
হঠাৎ ক‌রে রাগ বে‌শি হওয়ার কার‌নে এবার বহুল আ‌লো‌চিত ও‌সি সামীম বদলী কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

ধানদিয়ায় অবিশ্বাস্যভাবে একটি কলাগাছে ধরেছে ৪৫টি মোচা

আল মামুন / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের একটি মাঠে। মোচাসহ গাছটি একপলক দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। অবিশ্বাস্য এ ঘটনাটি এখন গ্রামবাসীর মুখে মুখে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকহার গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদের ৩বিঘা জমির এক পাশে ৪কাঠা জমির উপর গড়ে তোলা কলা বাগানের একটি গাছে ৪৫টি মোচা ধরেছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর কলার মোচা গুলো দেখতে ভিড় জমাচ্ছেন। দুর-দুরান্ত থেকে আসা এসকল মানুষকে ছবি তোলা ও ভিডিও নিতে ব্যস্ত দেখা যাচ্ছে। তবে আর পাচটা গাছের মতই বেড়ে উঠছে গাছটি। অধিকাংশ মোচাতে কলা ধরা শুরু করেছে।

 

স্থানীয় আলামিন খান বলেন, কয়েকদিন ধরে এলাকায় নিত্য নতুন মানুষ কলাগাছটি দেখতে আসছেন, ভালই লাগছে। আমি নিজেও কয়েকবার দেখে এসেছি। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররাও আসা শুরু করেছে।

 

জমির মালিক আব্দুস সামাদ জানান, ইতিপূর্বে আমাদের গ্রামে এমন ঘটনার নজির নেই। কিছুদিন হল কলাগাছটি সবার নজরে আসে। এরপর লোকমুখে শুনে দূর-দুরান্ত থেকে লোকজন আসা শুরু করেছে। তারা এটা দেখে বিশ্বয় প্রকাশ করছে। আমাদের এসব দেখে ভাল লাগছে। তবে কয়েকজন গাছটি থেকে কয়েকটি মোচা আমাদের অজান্তে ছিড়ে নিয়ে গেছে।

 

উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ধান, আম ও কলা এ ৩টি স্ব-গপরাগায়ন ফসল বা ফল। এগুলো পরাগায়নে আলাদা ভাবে কোন পোকামাকড়ের কোন সাহায্য লাগে না। সম্ভবত এ কলাগাছটির স্ব-পরাগায়ন বেশি হয়েছে। এজন্য কলার মোচা প্রয়োজনের তুলনায় বেশি ধরেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com