• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯
সর্বশেষ :
হঠাৎ ক‌রে রাগ বে‌শি হওয়ার কার‌নে এবার বহুল আ‌লো‌চিত ও‌সি সামীম বদলী কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

ঘা ত ক পরিবহন কেড়ে নিল মা ছেলে প্রাণ

নিজস্ব প্রতিনিধি / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

অসুস্থ বাবাকে দেখতে এসে রাস্তা পারপারের সময় সাতক্ষীরা লাইন নামে এক যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে মা ও ছেলে প্রানীহানী ঘটেছে । একই সময়ে আহত হয়েছে স্বামী অপূর্ব সাধু।

 

শুক্রবার বেলা ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহা সড়কের কুমিরা কদমতলা নামক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী ঋতা সাধু (৩২)ও তার শিশুপুত্র সৌরভ সাধু(৩)।

 

প্রতক্ষদর্শীদের মধ্যে তমা সাধু ও চম্পা সাধু জানান, ঋতা সাধুর বাপের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। তার বাবার নাম রনজিৎ সাধু ও মায়ের নাম মালতি সাধু। বর্তমানে অপূর্ব সাধু ও ঋতা সাধু দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

শুক্রবার সকালে অসুস্ত বাবা রনজিত সাধুকে দেখতে মোটর সাইকেল যোগে তিন জন সাগরদাঁড়ি দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা ১টার দিকে কুমিরা কদম তলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরা গামী সাতক্ষীরা লাইনের একটি যাত্রবাহী বাস তাদের পিছন থেকে ধাক্কা মারে । এতে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন ঋতা সাধু ও ছেলে সৌরভ সাধু। ওই সময় আহত হয় স্বামী অপূর্ব সাধু। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মাইনুদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

 

খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শিমুল মন্ডল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পরিবহনটি আটকের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com