• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯
সর্বশেষ :
নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
ডুমুরিয়ায় শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে

খুলনার ডুমুরিয়া উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা গত বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। গত ৫ দিনব্যাপী দুর্গোৎসবে নানা আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে দুর্গা দেবীর প্রতিমা শোভা পাচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়নে ১৯৯ টি মন্ডপে পূজা পালন হচ্ছে। সরকারিভাবে প্রতিটি দুর্গা মন্দিরে সাড়ে ১৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা কমিটির লোকজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে পূজার সামগ্রিক ব্যয় নির্বাহ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আনসার ভিডিপি কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন।

 

পুজার নিরাপত্তা নিয়ে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে দু’দফা আইন-শৃঙ্খলা বাহি- নীর উর্ধ্বতন কর্মকতারা, পূজা কমিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা হয়েছে।

 

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন প্রতিটি মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। পুলিশ, আনসার বাহি-নীর সদস্যদের দুর্গা মন্দিরে সার্বক্ষণিক পাহারা দিতে দেখা যায়। কোথাও যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সে বিষয়ে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে।

 

গত মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় ডুমুরিয়া, চুকনগর, আঠারো মাইল, খর্নিয়া টিপনা পাল পাড়া, রুদাঘরা, শাহাপুর, রং পুর, রুপরাআম পুর,গুটুদিয়া, সাহস,ধামালিয়া,সরাফপুর,বানিয়া খালীসহ আর অনেক জায়গায়। দুর্গা মন্দির ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন করে পূজার আনুষ্ঠানিকা শুরু করেছেন ভক্তরা।

 

ডুমুরিয়া উপজেলা পুজা উদযাপন ফোরান্ডের কমিটির সভাপতি নিত্যনন্দন মন্ডল,বলেন, প্রশাসন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্ডপে মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে। এ জন্য শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ শারদীয় দুর্গা উৎসবে অষ্টমী ও নবমী দশমীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com