• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫
সর্বশেষ :
হঠাৎ ক‌রে রাগ বে‌শি হওয়ার কার‌নে এবার বহুল আ‌লো‌চিত ও‌সি সামীম বদলী কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ / ১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হুমাইরা আক্তার। তিনি স্থানীয় অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। হুমায়ুন কবির নিজেই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির জানান, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তাফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় শিয়াল। পরে খোঁজাখুঁজির মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট হুমাইরাকে সবচেয়ে বেশি আদর করতেন বলে জানান তিনি।

শিশুটির ভাবী মর্তুজা বেগম বলেন, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন। পরে হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন, ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে।

শিশুটির খালা নাসিমা আক্তার বলেন, হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড় ছিল। শিশুটির শরীরের অনেকটা খেয়ে ফেলছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান, প্রায় এক বছর আগেও একই এলাকায় শিয়ালের আক্রমণে আরও একটি শিশুর মৃত্যু হয়।

আরেক স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান বলেন, আগে এলাকায় বনজঙ্গল ও আঁখক্ষেত বেশি থাকায় শিয়ালের খাদ্যের অভাব ছিল না। এখন জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

এরআগে চলতি বছরের ১৯ মার্চ পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের  ২ বছর বয়সী ছেলে মো. আরাফ নামে আরেকটি শিশুকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল।

ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত শিয়ালের উপদ্রব রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com