1. admin@newscover24.com : admin :
January 14, 2026, 6:21 pm
শিরোনামঃ
ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে ২০ হাজার টাকার বেতনে চাকরি করা নিজাম এখন কোটিপতি হোসেনপুর থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি কিশোরগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনা দোয়া মাহফিল কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত আন্তঃজেলা গরু চো/র চক্র আ/ট/ক করেছে ত্রিশাল থানা পুলিশ : পিকআপসহ গ্রে/প্তর ৬, উ/দ্ধা/র গরু

কুমিল্লায় থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কোপ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। এ ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়েছে

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত বাহাদুর হোসেন বাদল (১৯) থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে আগে থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।

এ সময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অভিযুক্ত বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারও নিষেধ করে। এতে বাদল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দা দিয়ে শরিফুলের শরীরে আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয় পুলিশ সদস্য শরিফুল। পরে পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, বাদল গত কয়েক বছর ধরে থানা এলাকায় গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে কোনো তোয়াক্কা করেনি। মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল গেট দিয়ে বের হওয়ার সময় পুলিশ সদস্য শরিফুল তাকে নিষেধ করে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে শরিফুলকে দা দিয়ে কুপিয়ে আঘাত করে। পরে পুলিশ সদস্যরা ঘাতক বাদলকে আটক করে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাদলকে আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT