• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪
সর্বশেষ :
অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু হোসেনপুরে নবাগত জেলা ডি‌সির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগর জলবায়ু ধ র্ম ঘ ট পালন করলেন তরুণ জলবায়ুকর্মীরা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও সোচ্চার হতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে ‘জলবায়ু ধর্মঘট’ শীর্ষক কর্মসূচি পালন করেছে স্থানীয় তরুণ জলবায়ু কর্মীরা।শুক্রবার (১১ এপ্রিল) বৈশ্বিক জলবায়ু ধর্মঘট (গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক) পালনের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে এ কর্মসূচি পালন করা হয়।

 

বৈশ্বিক পর্যায়ে স্কুলশিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘ফ্রাইডেস ফর ফিউচার’-এর আন্দোলন ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ এর সঙ্গে সমন্বয় করে শুক্রবার সকালে ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ও জলবায়ু সংগঠন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সামনে এ কর্মসূচি পালন করে।

 

কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ জলবায়ু কর্মীদের হাতে ছিল নানা ব্যানার-ফেস্টুন। এতে জ্বালানি খাতের রূপান্তর, জ্বালানি মহাপরিকল্পনা সংশোধন, নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা, বিভিন্ন জ্বালানিনীতির সমন্বয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিপদ নিয়ে নানা স্লোগান লেখা ছিল।

এছাড়াও উপকূলীয় অঞ্চল পদ্মপুকুরের খোলপেটুয়া নদীর তীরে যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) এর আয়োজনে ‘জলবায়ু ধর্মঘট’ পালন করে। এতে অংশ নেন শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি, স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক। অন্যদিকে, যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলে পাড়ায় খোলপেটুয়া নদীর তীরে শতাধিক তরুনদের উপস্থিততে এক ভিন্নধর্মী প্রতিকি অবস্থান ও জলবায়ু ধর্মঘাট আয়োজন করে।অপরদিকে, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের আয়োজনে কোস্টাল এইড, সিডা ইয়ুথ নেট ও ফ্রাইড ফর ফিউচার এর সহযোগিতায় জলবায়ু ধর্মঘট পালন করে তরুণ জলবায়ু কর্মীরা।

 

কর্মসূচি থেকে তরুণেরা বাংলাদেশকে জলবায়ুবান্ধব, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর মহাপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান। এছাড়াও তরুণ জলবায়ু কর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তন আর পানি-সংকট এখন আর কথার কথা না। এসব সমস্যা সমাধানে এখনই আমাদের উদ্যোগ নিতে হবে।কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন জলবায়ু সংগঠন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের খুলনা বিভাগীয় উপদেষ্টা হাফিজুর রহমান হাফিজ।

 

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার দক্ষিণ-পশ্চিম অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে দিনে দিনে দুর্যোগের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জলবায়ুর বৈশ্বিক দরবারে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ার মতো না।

 

অন্যদিকে জাতীয়ভাবে দুর্যোগপ্রবণ অঞ্চলের জন্য সরকারিভাবে দুর্যোগ মোকাবিলায় স্থানীয়দের মতো করে সমন্বিত কোনো জাতীয় উদ্যোগ এখনো গ্রহণ করেনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com