• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪
সর্বশেষ :
শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই

শ্যামনগরে কুরবানীর পশুর চামড়া সংরক্ষনে সরকারিভাবে করা হবে লবণ সরবরাহ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ জুন, ২০২৫
ছবি সংগ্রহ

শ্যামনগরে কোরবানির পশুর চামড়া সংরক্ষনে এবার সরকারিভাবে লবন সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।

 

কোরবানির পরপরই চামড়াগুলো সংরক্ষনেও দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বিষয়টি ইতিমধ্যে চামড়া সংরক্ষনের সাথে জড়িতদের অবহিত করেছেন।

 

এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সুত্রে জানিয়েছে উপজেলার ৯৫টি মাদ্রাসাকে চামড়া সংরক্ষনে প্রয়োজনীয় সহায়তার কথা জানানো হয়েছে। সরকারিভাবে লবন সরবরাহ করা হবে-উল্লেখ করে তারা আরও জানায় কোনভাবেই চামড়া নষ্ট হতে দেয়া যাবে না। পর্যাপ্ত লবন দিয়ে কয়েকদিন ধরে চামড়া প্রক্রিয়াজাতকরণে সবাইকে পরামর্শ দেয়া হয়েছে।

 

অন্যদিকে বিভিন্ন মাধ্যমে তথ্য মিলেছে এবারের কোরবানি ঈদে শ্যামনগরে প্রায় আট হাজারের বেশী পশু কোরবানি হতে পারে। সঠিক দাম নিশ্চিত করতে সরকারিভাবে লবন সরবরাহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।

 

হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মওছুফ সিদ্দিকী জানান আগে লবন ছাড়া চামড়া সংরক্ষনে নায্য দাম বঞ্চিত থাকতো মাদ্রাসাগুলো। চামড়া সংরক্ষনে সরকারিভাবে সহায়তার ঘোষনায় অনেকগুলো মাদ্রাসা এবার চামড়া সংরক্ষনের উদ্যোগী হয়েছে।

 

বংশীপুর শাহী মসিজদের চামড়া সংরক্ষন কমিটির সদস্য আজিজুর রহমান জানান তাদের প্রায় ৩০ মন লবনের চাহিদা রয়েছে। এছাড়া হরিনগর ও শ্রীফলকাঠির দু’টি মাদ্রাসাও পর্যাপ্ত চামড়া সংরক্ষন করবে। সরকারি উদ্যোগে লবন সরবরাহের কথা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরে সকলে খুবই খুশি হয়েছে। এর ফলে এবার চামড়ার নায্য দাম নিশ্চিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান চামড়া দেশীয় অর্থনীতির গুরুত্বপুর্ন অংশ। কোনভাবে চামড়া নষ্ট হতে দেয়া যাবে না বলেই সরকারি উদ্যোগে চাহিদামত লবন সরবরাহ করা হবে। শ্যামনগরের জন্য এবার প্রায় ১০ মেঃ টন লবন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান। একইভাবে চামড়ার পাচাররোধে সব পক্ষকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com