• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬
সর্বশেষ :
অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু হোসেনপুরে নবাগত জেলা ডি‌সির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি’র শোডাউন

আলাউদ্দিন শুভ / ৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

কিশোরগঞ্জ -৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিশাল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের সড়কগুলোতে ইকবালের ছবি, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্য-বাজনাসহ
মিছিল করে এ কর্মসূচি পালন করা হয়।

পরে উপজেলার ডাক বাংলো মাঠে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সমাবেশে প্রায় দশ হাজার লোক অংশ নেন।

মনোনয়ন প্রত্যাশী ইকবাল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি।

সমাবেশে অংশগ্রহণকারীদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বিএনপির নেতাকর্মীরা মামলা খেয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে।
দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিল শেখ মজিবুর রহমান ইকবাল। মামলা হামলা উপেক্ষা করে
বিএনপিকে উজ্জীবিত রেখেছেন তিনি। এ আসনে তাকেই মনোনয়ন দিতে হবে। দলের বাইরে জোটের কারো পক্ষে মনোনয়ন গেলে তারা সেই প্রার্থীকে প্রত্যাখ্যান করবেন।

মিছিলের স্লোগান ছিল—‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক—মনোনয়ন তাঁরই হোক’, ‘এ আসনে প্রার্থী যাঁরা—ইকবাল ভাই সবার সেরা’ ইত্যাদি।
সমাবেশে সভাপতির বক্তব্য দেন শেখ মুজিবুর রহমান ইকবাল।
এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল , সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুজতবা আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব ফাইজুল হক টিটু প্রমুখ।

বক্তারা বলেন, দুই যুগের বেশি সময় ধরে শেখ মজিবুর রহমান ইকবাল বাজিতপুর-নিকলী বিএনপির নেতাকর্মীদের সুখে-দুঃখে সঙ্গে ছিলেন। ফ্যাসিস্ট আমলের ১৬ বছর জেল-জুলুমে ক্ষতিগ্রস্তদের পাশে থেকেছেন, সংকটে সহযোগিতা করেছেন।

তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে তারা মেনে নেবেন না।
প্রসঙ্গত, বিএনপি ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করলেও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। জানা গেছে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা
মিত্র দলগুলোর প্রধান ও গুরুত্বপূর্ণ প্রার্থীদের জন্য এসব আসন বরাদ্দ রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com