শনিবার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল ৯টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষ সর্বনিম্ন ২ কেজি করে প্রতি কেজী গরুর মাংস ৬৫০ টাকা দরে ক্রয় করছেন। সরকার নির্ধারিত ৬৬৪ টাকা প্রতিকেজী মাংসের দাম থাকলেও এ ইউনিয়নের চেয়ারম্যান ব্যতিক্রমী আয়োজন করে ৬৫০ টাকা দরে মানুষের হাতে তুলে দিচ্ছেন। এতে নিম্ন আয়ের মানুষ ন্যয্যমূল্যের গরুর মাংস কিনে খেতে পেরে অনেক খুশি।বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করেন। পবিত্র রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে ২৯ টি খাদ্যসামগ্রী সহ পণ্যের দাম নির্ধারণ করেছেন এ কর্মসূচির বাস্তবায়নের জন্য তারই ধারাবাহিকতার ৬৫০ টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে। অপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ সারহান নাসের তন্ময়, শেখ হেলাল উদ্দিন এমপি ও স্থানীয় সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগের জন্য দোয়া করবেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com