প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৭:২১ এ.এম
বাতাসের সাথে ফড়িঙের ওড়াউড়ি ছিল
মোশতাক আল মেহেদী
কোথায় যেন দেখেছি খুব চেনা মনে হয়
ঝিনুক স্বভাবে ডুবেছিল এতদিন,
সেই চোখ এখনো তরুণ বাকি সব বুড়ো
বয়স তাড়ানো গেলে তার চুলে বেনী দেখা যেত!
এত এত ফুল বাগানে ফুটতো
জলে ঢেউ জোয়ারও ছিল
বাতাসের সাথে ফড়িঙের ওড়াউড়ি ছিল।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com