“নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো নিয়োগ বাণিজ্য থাকবে না” — মৌতলায় উঠান বৈঠকে কাজী আলাউদ্দিন
ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনকে বিজয়ী করার লক্ষ্যে সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের মৌতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মৌতলা গ্রামের উভাকুড় হরি মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হরি মন্দির কমিটির সভাপতি উধব্ব মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কাজী আলাউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, “আমি নির্বাচিত হলে সর্বপ্রথম চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজদের নির্মূল করা হবে। বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো অবস্থাতেই অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। অতীতে আমি কখনোই স্কুল–কলেজে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। পুনরায় নির্বাচিত হলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য চলবে না।”
নিজ জন্মভূমির প্রতি আবেগ প্রকাশ করে তিনি বলেন, “মৌতলা আমার জন্মস্থান। এই এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। প্রয়োজনে মাতৃভূমির মানুষের জন্য জীবন উৎসর্গ করতেও আমি প্রস্তুত।”
উঠান বৈঠকে উপস্থিত বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের আরও সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে এলাকার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অঙ্গীকার তুলে ধরা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অশোক কুমার রায়, সাবেক শিক্ষক বাবু তারকনাথ, এবং মৌতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবু দুলাল চন্দ্র ঘোষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আর. মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।