আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।শুকরবার বিকাল ৩ টায় সদর মডেল থানা প্রাঙ্গণে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া সভাপতিত্বে “আমার পুলিশ, আমার দেশ—বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মুর্শেদ আলম, সদর উপজেলা নির্বাচন অফিসার নাজমুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন, হাজী ইসরাইল মিয়া, নজরুল ইসলাম কাজী, আমিনুল ইসলাম আশফাক (সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক), জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম ও ফকির মাহবুবুল আলম, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্স, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সহ-সভাপতি মো. রুকন উদ্দিন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।শুকরবার বিকাল ৩ টায় সদর মডেল থানা প্রাঙ্গণে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া সভাপতিত্বে “আমার পুলিশ, আমার দেশ—বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মুর্শেদ আলম, সদর উপজেলা নির্বাচন অফিসার নাজমুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন, হাজী ইসরাইল মিয়া, নজরুল ইসলাম কাজী, আমিনুল ইসলাম আশফাক (সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক), জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম ও ফকির মাহবুবুল আলম, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্স, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সহ-সভাপতি মো. রুকন উদ্দিন।
আরো পড়ুন
সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে রাজা গণেশের নিদর্শন সমুহ
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হজরত আলী অভি, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুল হক বাবুল, জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুজ্জামান শখন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নৌশাদ ও রেজাউল হাসনাত নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।