• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪
সর্বশেষ :
হঠাৎ ক‌রে রাগ বে‌শি হওয়ার কার‌নে এবার বহুল আ‌লো‌চিত ও‌সি সামীম বদলী কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৯৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ মে, ২০২৫

দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ মে সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে এই আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এর আগে দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহম্মেদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, সহকারী ইন্সট্রাক্টর মোঃ শাহেদুজ্জামান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।

 

ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিকের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, গোবরাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিক, কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, প্রাথমিক স্কুল হচ্ছে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার প্রথম স্তর। এই শিক্ষাই একজন শিশুর ভবিষ্যৎ নির্ভর করে, তাই শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে শিক্ষা দানের পাশাপাশি পুঁথিগত শিক্ষা ও সামাজিক শিক্ষা দিতে হবে। বক্তারা বিগত সরকারের শিক্ষা কারিকুলামে যে অসংগতি ছিল সেগুলো দূর করে বর্তমান সরকারের শিক্ষা নীতির আওতায় শিক্ষা দানের আহবান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com