• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭
সর্বশেষ :
কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

দেবহাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে প্র’তি’বা’দ সমাবেশ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন।

 

ফেয়ার মিশনের সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার মিশনের প্রতিষ্টাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, খেদমতে খলফের পরিচালক মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, ফেয়ার মিশনের সাহিত্য সম্পাদক ও উপজেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান, চিকিৎসক সংকট দূরীকরন, বিভিন্ন মেশিনারী ও ইকুইপমেন্ট প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও এ্যাম্বুলেন্স সেবা যথাযথভাবে নিশ্চিতকরনে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহনে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

 

এছাড়া চিকিৎসা নিতে গিয়ে কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেবিষয়ে নজর দেয়ার আহবান জানানো হয়। যদি অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরীকরনে কার্য্যকারী পদক্ষেপ না নেয়া তাহলে আরো বড় আকারের কর্মসূচী গ্রহন করা হবে বলে বক্তারা জানান।

 

সমাবেশে জনপ্রতিরনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ফেয়ার মিশনের শতশত কর্মী ও সাধারন মানুষ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com