• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪
সর্বশেষ :
কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

তালায় জমকালো আয়োজনে তিন লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

“মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” – এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন, অধ্যাপক মোশাররফ হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকাত হোসেন, উন্নয় পরিষদের পরিচালক আব্দুর সালাম, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়নের বিএনপি’র সার্চ কমিটির সদস্য আমিনুর ইসলাম, তালা উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ।

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ এবং খুলনা পাইকগাছা কপিলমুনি মেহেরব ফুটবল একাডেমি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয় পায় কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। খেলায় সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা ও আদর্শ চরগ্রাম।

 

খেলা পরিচালনা করেন উত্তম কুমার বাশার, সহ পরিচালনা করেন সনজায় বিশ্বাস ও ফাহিম। ধারাভাষ্য ছিলেন, আন্তর্জাতিক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পীসুলভ ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ আহম্মেদ, সামছুর ইসলাম এবং পাশাপাশি মাষ্টার অলিইর রহমান, সিদ্দিকুর রহমান, মাষ্টার জাহাঙ্গীর আলম ও মাষ্টার জাকিরের ধারাবাহিক বর্ণনা মাঠের উত্তেজনা গ্যালারির প্রতিটি কোণে পৌঁছে দেয়।

 

দর্শকের উল্লাস, খেলার গতি এবং প্রতিটি আক্রমণে গ্যালারিতে থাকা শতশত সমর্থকের চিৎকার, সব মিলিয়ে তালার এই ফুটবল সন্ধ্যা রূপ নেয় এক গ্রামীণ ক্রীড়া উৎসবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com