• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬
সর্বশেষ :
নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন‌্য দোয়া চাইলেন যুবদল নেতা সৈয়দ শাহ আলম ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই ইটনায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

জু’য়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে মা’র’পি’ট ও বাড়িঘর ভা’ঙ’চু’রের অভি’যোগ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটা উপজেলার কুলিয়ায় জুয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

 

অভিযোগটি দায়ের করেছেন কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে জাকির মোল্লা। লিখিত অভিযোগ মতে জানা গেছে, বাদীর বাড়ির পার্শ্ববর্তী মনু সরদারের ৩ ছেলে যথাক্রমে কামরুল ইসলাম (৩০), ইব্রাহীম (২৬) ও জাহিদুল ইসলাম (২০) এবং মোঃ খোকার ছেলে জয়নাল আবেদীন (৩০) একত্রে মিলে ইং ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

 

এর আগে ২নং বিবাদী ইব্রাহীম বাদীর ছোট ভাই জাহিদ তার মোবাইল ফোন থেকে জুয়ার টাকা বের করে নিয়েছে এবং সেই টাকা বাদীকে দিতে হবে বলে চাপ প্রয়োগ করে। কিন্তু বাদী সেই টাকা কেন দেবে এবং এমন মিথ্যা অভিযোগে তাকে কোন টাকা দিতে অস্বীকার করে। যার কারনে বিবাদীরা সংঘবদ্ধভাবে বাদীর দুইতলা বিল্ডিংয়ের উপরতলার পূর্ব পাশের কক্ষের দরজা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও বাদীর ছোট ভাই জাহিদকে মারপিট করে।

 

এসময় বাদীর স্ত্রী বৃষ্টি পারভিন (২৬) ও তার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন সুলতানা (২৩) ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে আহত করে।

 

একপর্যায়ে ২নং বিবাদী ইব্রাহীম বাদীর সোকেজের মধ্যে ব্যবসার জন্য রক্ষিত নগদ ৩ লক্ষ টাকা নিয়ে চলে যায়। বাদী এসময় বাড়িতে না থাকায় পরে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রী শারমিনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com