জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। প্রচণ্ড শ্বাসকষ্ট ও জটিল শারীরিক পরিস্থিতির কারণে তাঁকে লাইফ সাপোর্টে (ভেন্টিলেশন) স্থানান্তর করা হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা ব্যবস্থা জোরদার করেন। পরে শারীরিক জটিলতা আরও বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এ ঘটনায় বিএনপির নেতা–কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন স্থানে দলীয় উদ্যোগে দোয়া মাহফিল, প্রার্থনা ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।
এক বিবৃতিতে দলীয় নেতারা বলেন, “মহান আল্লাহ্ রাব্বুল আলামিন দেশনেত্রী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন—আমিন।”
চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।