প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ১১:০০ এ.এম
জীন্দা পীর
মাহফুজ রেজা
নিয়ামতের এই মাসে
পূণ্যের ডালা পূর্ণ কর,
গরীব দুঃখীর কথা ভাবিস
নিজের ভাবিস অতঃপর।
পাপের বোঝা হবে খালি
(যারা) সদায় থাকে উপবাস,
ওদের জন্য কিছু করিস
করিস নে ভাই উপহাস।
হর বছরে উদর পুরে
খাইলি খানা হরদম,
এই মাসে তে একটু না হয়
বাজেট থেকে পড়লো কম।
পরের কথা যে জন ভাবে
সে জন হলো জীন্দাপীর,
রিপুর বশে বশী যে জন
কেমনে সে জন হয় বীর?
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com