খুলনায় ভোক্তা-অধিকারের বিভাগীয় অভিযানে ১ লাখ ৩৮ হাজার ৫৫০ টাকা জরিমানা
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) থেকে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের ১১টি তদারকি টিম সোমবার (১ ডিসেম্বর) খুলনা মহানগরসহ বিভাগের বিভিন্ন জেলার বাজারে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১ লাখ ৩৮ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিশেষ তদারকির অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি বাজারে অভিযান চালানো হয়। এসময় পপুলার বেকারিকে যথাযথ পণ্য সরবরাহ না করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে—
মুসলিম মিষ্টিঘরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় ১ হাজার টাকা,
ওসমান বেকারিকে ২ হাজার টাকা,
আল্লাহর দান ফল ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ শত টাকা,
কেনাকাটা শপকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা
সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার আখড়াখোলা বাজারের অভিযানে—
জননী কসমেটিকসকে মোড়ক যথাযথ ব্যবহার না করার দায়ে ৪ হাজার টাকা,
আলিফ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া
ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজারে সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে—
মায়ের দোয়া হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনে ৩ হাজার,
বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর
সদর উপজেলার বড় বাজারে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে—
ভোলানাথ স্টোরকে ১০ হাজার,
এস ডি স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা
সদর থানার সেন্ট্রাল রোডে সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর অভিযানে—
চয়নিকা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা
শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ—
মেসার্স সাহা ট্রেডার্সকে ২০ হাজার,
মেসার্স রাজিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ঝিনাইদহ
শৈলকূপা উপজেলার গাড়া বাজারে সহকারী পরিচালক নিশাত মেহের—
লোকমান বেকারিকে অবৈধভাবে খাদ্য উৎপাদনের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করেন।
চুয়াডাঙ্গা
দামুড়হুদা উপজেলার সদর বাজারে সহকারী পরিচালক মামুনুল হাসান—
মেসার্স আলমগীর এন্টারপ্রাইজকে সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য করার জন্য ৩০ হাজার,
মেসার্স জননী ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে ৫ হাজার টাকা জরিমানা করেন।
নড়াইল
লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে সহকারী পরিচালক শামীম হাসান—
মেসার্স বিসমিল্লাহ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।
বাগেরহাট
ফকিরহাট উপজেলার বাজার এলাকায় সহকারী পরিচালক শরিফা সুলতানা—
মা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনে ৮ হাজার,
ফকিরহাট পোল্ট্রিকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন।