কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মহরম আলীর অভিযোগ, অজ্ঞাত চোরেরা তার গোয়ালঘর থেকে ৬ টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলো আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
ঘটনার পর আজ শনিবার কিশোরগঞ্জ সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং চোর শনাক্ত ও গরু উদ্ধারে তদন্ত কার্যক্রম চলছে।
স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বাড়ায় তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।