বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালীর উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মিয়া, জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সুজন, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। দোয়া মাহফিলে এলাকার বিপুল সংখ্যক স্থানীয় মানুষও অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আব্দুল হামিদ। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়।