1. admin@newscover24.com : admin :
January 15, 2026, 9:51 am
শিরোনামঃ
ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে ২০ হাজার টাকার বেতনে চাকরি করা নিজাম এখন কোটিপতি হোসেনপুর থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি কিশোরগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনা দোয়া মাহফিল কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত আন্তঃজেলা গরু চো/র চক্র আ/ট/ক করেছে ত্রিশাল থানা পুলিশ : পিকআপসহ গ্রে/প্তর ৬, উ/দ্ধা/র গরু

কালিগঞ্জে সেনা সদস্যের পরিবারে আ.লীগ নেতার হামলা, ক্যাম্পে মুচলেকা দিয়ে রেহাই

রিপোর্টার ফজলুল হক
  • Update Time : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫,

কালিগঞ্জে সেনা সদস্যের পরিবারে আ.লীগ নেতার হামলা, ক্যাম্পে মুচলেকা দিয়ে রেহাই

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
দুই প্রবাসীর পরকীয়া, বিয়ে ও সংসার ভাঙনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে তৌফিক হাসান লিমন নামে এক সেনা সদস্য ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন সেনা ক্যাম্পে মুচলেকা দিয়ে রেহাই পেলেও পরে প্রতিশোধ নিতে সেনা সদস্যের চাকরি নষ্ট করার হুমকি দিয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টোবর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামে।

হোগলা গ্রামের ভুক্তভোগী মোকসেদ, জহুর আলী, সালমা খাতুনসহ একাধিক ব্যক্তি জানান—হোগলা গ্রামের মৃত ইউসুফ আলী মোড়লের পুত্র ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড সভাপতি আশরাফ উদ্দিনের স্ত্রী, দুই সন্তানের জননী সাজিদা খাতুন সৌদি আরবে অবস্থানকালীন পশ্চিম মৌতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সিরাজুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে আশরাফ উদ্দিন প্রতিবেশী চাচাতো ভাই জহুর আলী মোড়লকে সন্দেহ করে গত ৮/১২/২৪ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে জহুর আলী, তার স্ত্রী, পুত্র সেনাসদস্য তৌফিক হাসান লিমন ও সিরাজুল ইসলামসহ পাঁচজনের নামে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় পিটিশন মামলা নং ১০৮৪/২৪ দায়ের করেন।

মামলা হওয়ার পর সাজিদা খাতুন স্বামী আশরাফ উদ্দিনকে ডিভোর্স প্রদান করলে আদালত গত ২২/১/২৫ তারিখে মামলা খারিজ করে নথিজাতের আদেশ দেন। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

এ অবস্থায় সেনাসদস্য তৌফিক হাসান লিমন প্রশিক্ষণ শেষে গত ২০ অক্টোবর ছুটিতে বাড়ি আসেন। পরদিন ২১ অক্টোবর আশরাফ উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার পরিবারের ওপর হামলা চালিয়ে মারধর ও জখম করে। এ ঘটনায় সেদিনই তৌফিকের বাবা জহুর আলী মোড়ল কালিগঞ্জ থানায় জিডি নং ১০২৩ দায়ের করেন এবং বিষয়টি পাশ্ববর্তী পাওখালি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে জানানো হয়।

অভিযোগ পাওয়ার পর সেনা ক্যাম্প কর্তৃপক্ষ আশরাফ উদ্দিনকে তলব করে। সেদিন সন্ধ্যায় তিনি ক্যাম্পে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না—এ মর্মে মুচলেকা দিয়ে রেহাই পান। দুই পক্ষের সমঝোতার ফলে জহুর আলী ২৪/১০/২৪ তারিখে জিডি নং ১১৮৪ এর মাধ্যমে পূর্ববর্তী জিডি প্রত্যাহার করেন।

তবুও থেকে যায় বিরোধ। অভিযোগ রয়েছে—পরে আশরাফ উদ্দিন সেনাসদস্য লিমনের চাকরি নষ্টের হুমকি দিয়ে গত ২৭/১০/২৫ তারিখে সাতক্ষীরার কালিগঞ্জ আমলি ২নং আদালতে তৌফিক হাসান লিমন, তার বাবা জহুর আলী, মা সালমা খাতুন ও বোন ইভা পারভিনের নামে সি.আর মামলা নং ৬৯৭/২৫ (কালি) একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে কালিগঞ্জ থানার উপপরিদর্শক মাহবুবের তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহবুব জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশরাফ উদ্দিন বলেন, সে (জহুর আলী পরিবার) আমার সংসার ভেঙেছে। আমি তার ছেলের চাকরি সহ তাকে দেখে ছাড়বো।এমন হুমকির কথাও স্বীকার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT