প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ১১:০৮ এ.এম
একুশে ফেব্রুয়ারি
ভাষা শহীদদের রক্তে রাঙা
একুশে ফেব্রুয়ারি,
সারা জীবন কৃতজ্ঞতা ভরে
তাদের স্মরণ করি।
বাংলাই একমাত্র ভাষা
তরুণদের আত্মদান,
স্বদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব সভায়
পেল মর্যাদার স্হান।
সালাম,বরকত,রফিক, শফিক
রাজপথে দিল প্রাণ,
ভাষার জন্য মানতে নারাজ
পাকিস্তানি আগ্রাসন।
একুশ মুক্তির ইশারা
একুশ মোদের চেতনা,
তরুণদের ত্যাগের কথা
তোমরা কেহ ভুলোনা।
সমাপ্ত।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com